, ২৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে 'ঈদ উপহার' বিতরণ

ঈশ্বরগঞ্জে 'ঈদ উপহার' বিতরণ

ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জেলা যুবলীগ নেতার উদ্যোগে করোনার কারণে অসহায় হয়ে পড়া ৪শ’ পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। 


ঈদ দরজায় কড়া নাড়ছে। অন্য বছরের মতো এ বছর ঈদের আমেজ নেই। চার দিকে শঙ্কা। করোনার ভয়ে সবাই যবুথবু। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে অনেক মানুষ। 


মানবেতর জীবনযাপন করছে এমন পরিবারগুলোতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মাহবুবুরর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।


উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, সেমাই, চিনি, গুঁড়া দুধ, পেঁয়াজ, সাবান, তেলসহ অন্যান্য পণ্য।


শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপহার দেওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, সাধারণ সম্পাদক আবদুল হাদী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইমলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মানিক প্রমুখ।


মাহবুবুর রহমান বলেন, করোনায় মধ্যবিত্ত পরিবারগুলোও কষ্টে রয়েছে। নিম্ম আয়ের মানুষ, মধ্যবিত্ত পরিবার, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কথা চিন্তা করে ঈদ উপহার দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ - মহানগর