, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ফুলবাড়িয়ায় নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

ফুলবাড়িয়ায় নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি


ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হারুন-আল মাকসুদ এ তথ্য জানিয়েছেন।


ডা. হারুন-আল মাকসুদ জানান, ওই নারী চিকিৎসকের স্বামী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হওয়ার পর তার গ্রামের বাড়ি ফুলবাড়িয়ার ভবানিপুর গ্রামে আসেন। পরবর্তীতে তার স্ত্রীসহ ১১ জনের করোনার নমুনা পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে ওই নারী চিকিৎসকের কোভিড-১৯ পজিটিভ আসে।


ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ জানান, বিগত সময়ে যারা করোনায় আক্রান্ত হয়েছেন ফুলবাড়িয়াতে, তাদের মাধ্যমে আরও মানুষের সক্রামণ বৃদ্ধি পেয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের বাড়ি লকডাউন সহ লাল নিশান লাগানো হয়েছে।

  • সর্বশেষ - মহানগর