, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মেলান্দহে নৌকাডুবিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

মেলান্দহে নৌকাডুবিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলায় নৌকাডুবিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের উত্তর বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উত্তর বাগবাড়ি গ্রামের নূরনবী (২৭), তার ভাতিজি আছিয়া আক্তার (৯) ও ভাতিজা মো.তাহিম (৭)।


স্থানীয়রা জানায়, বিকেলে বন্যার পানিতে একই গোষ্ঠীর ৬-৭ জন নৌকা নিয়ে বন্যার পানির মধ্যে ঘুরতে বের হন। নৌকাটি উত্তর বাগবাড়ি এলাকার একটি চরের দিকে যাচ্ছিল। নৌকার ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকায় কিছু দূর আগানোর পরে সেটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নূরনবী, আছিয়া ও তাহিম পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।


এ বিষয়ে মেলান্দহ উপজেলা নিবার্হী অফিসার তামিম আল ইয়ামিন বলেন, বিকেলে দুই শিশুসহ তিনজনের নৌকাডুবিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তার সকলেই নৌকাযোগে ঘুরতে বেরিয়েছিলেন।

  • সর্বশেষ - মহানগর