4 October 2024, 09:10:10 PM, অনলাইন সংস্করণ

এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হলো ১৪৯৮ টাকা

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হলো ১৪৯৮ টাকা
16px

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ২৩২ টাকা থেকে ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দিয়েছে।

আজ থেকেই নতুন এ মূল্য কার্যকর হবে এবং পরিবর্তী নোটিস দেওয়ার আগপর্যন্ত তা বলবৎ থাকবে।

এর আগে জানুয়ারি মাসের জন্য এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

জানুয়ারিতে মূল্য ঘোষণার সময় বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেছিলেন, প্রতি কিলোলিটারের মূল্য বিবেচনা করে কমিশন এলপিজির অন্যান্য আকারের সিলিন্ডারের দামও সমন্বয় করবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে বিইআরসি।

এর আগে ডিসেম্বরে কমিশন এলপিজির দাম ৪৬ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১ হাজার ২৯৭ টাকা। নভেম্বরে রান্নার জন্য ব্যবহৃত এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৫১ টাকা। গত বছরের অক্টোবরে সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়।

  • সর্বশেষ - আলোচিত খবর