8 September 2024, 09:54:38 PM, অনলাইন সংস্করণ

লাখো মুক্তায় মোড়ানো পোশাকে চমক দিলেন আলিয়া

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

লাখো মুক্তায় মোড়ানো পোশাকে চমক দিলেন আলিয়া

কল্প কথার রাজকন্যার বেশেই যেন হাজির বলিকন্যা আলিয়া ভাট। মুক্তায় মোড়ানো সাদা গাউনে তিনি হাঁটলেন মেট গালার মঞ্চে। তার এমন পোশাক আলো ঝলমলে রাতে সবার নজর কেড়েছে। ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আয়োজন মেট গালা। গতকাল সোমবার রাতে নিউইয়র্কে মেট গালা ২০২৩-এর আসর বসেছিল। 

আলিয়ার জন্য এই রাত ছিল বিশেষ। কারণ এবারই মেট গালায় অভিষেক হয়েছে এই বলিউড অভিনেত্রীর। অভিষেক রজনীতে সাদা গাউনে মেট গালার লালগালিচায় শুভ্রতা ছড়িয়েছেন আলিয়া। নেপালি-আমেরিকান ডিজাইনার প্রবাল গুরুং আলিয়ার এ গাউন ডিজাইন করেছেন। গাউনটি আরও ঝলমলিয়ে উঠেছে এক লাখ মুক্তার চমকে। মেট গালার রাতে আলিয়ার পরির বেশের ছবিতে এখন মজেছে নেটিজেনরা।

ছবিগুলো পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া লিখেছেন, ‘আমাকে সব সময় আইকনিক শ্যানেল ব্র্যান্ড মুগ্ধ করে এসেছে। আজকের রাতে আমার এই সাজ তার দ্বারাই অনুপ্রাণিত, বিশেষ করে ১৯৯২ সালে সুপার মডেল ক্লদিয়া শিফারের শ্যানেল ব্রাইডাল লুক আমাকে অনুপ্রাণিত করেছে।’

  • সর্বশেষ - বিনোদন