14 September 2024, 07:58:50 PM, অনলাইন সংস্করণ

গুলিস্তানে বিস্ফোরণ : বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

গুলিস্তানে বিস্ফোরণ : বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম মির্জা আজম (৩৬)। শনিবার সকাল পৌনে দশটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হলো।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি জানান, সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মির্জা আজম নামে আরেক ব্যক্তি মারা গেছে। সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। তার শরীরে ৮০ শতাংশ পোড়া ছিল।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বলেন, এর আগে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজন ও মেল এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান। ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তিনজনের মৃত্যু হলো। বর্তমানে গুলিস্তানের ঘটনায় আমাদের এখানে সাতজন চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ - মহানগর