অটোরিকশা চুরি করতে চালককে হত্যা
প্রকাশ :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অটোরিকশা চুরি করার জন্য ওই রিকশার চালককে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারি সুজন মিয়াকে আটক করেছে। আটক সুজনের বাড়ী মৌলভীবাজার সদর ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত আবারক মিয়ার ছেলে। বুধবার (০৬ ডিসেম্বর) থানায় সাংবাদিকদের এই তথ্য জানান ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
তিনি বলেন, গত সোমবার শহরের নতুন বাজার এলাকায় হোটেল মুন আবাসিক থেকে ইন্তাজ মীর নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। কমলগঞ্জের কালেঙ্গা গ্রামের মৃত ইনু মীরের ছেলে ইন্তাজ মিয়া পেশায় একজন আটোরিকশা চালক। পরে হোটেল ও আশপাশ এলাকার সিসিফুটেজ দেখে সুজন মিয়াকে আটক করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সুজন এই হত্যাকাণ্ডের কথা শিকার করে। সে বলে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে বিক্রর করার জন্য সে ইন্তাজ মিয়াকে হোটেলের একটি কক্ষে নিয়ে হত্যা করে। পরে লাশ খাটের নিচে রেখে চলে যায়।