11 September 2024, 10:39:09 PM, অনলাইন সংস্করণ

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুল খোলারঘর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী মারা যান। এ ঘটনায় হাইওয়ে পুলিশের টিম কাজ করছে। বাসে থাকা এক যাত্রী বলেন, গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই বাস ছাড়া হয়। বাসে সুপারভাইজার আর চালক ছিল। মূলত হেলপার না থাকার কারণে এতো বড় দুর্ঘটনা ঘটল।

  • সর্বশেষ - অন্যান্য