15 September 2024, 08:35:52 AM, অনলাইন সংস্করণ

সাভারে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

সাভারে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১

সাভারের বাজার রোডে এক কাঠমিস্ত্রীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সাভারের ব্যাংক কলোনি এলাকায়  হত্যাকাণ্ডের শিকার হন কাঠ মিস্ত্রি সোহেল মোল্লা (২৫)। আজ বৃহস্পতিবার সকালে সাভারে বিনোদ বাইদের হিজলাপাড়া থেকে গোলাম রাব্বিকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

এই হত্যার ঘটনায় স্বীকার করেন গোলাম রাব্বি। জানান, তিনি ঝাপটে ধরে রাখেন এবং পলাতক আসামি মোঃ আল আমিন তার পকেটে থাকা ধারালো চাকু দিয়ে সোহেল মোল্লার বুকের বাম পাশসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামি গোলাম রাব্বিকে (২১) গ্রেফতার করা হয় এবং ঘটনার সময় আসামির পরা রক্তমাখা শার্ট জব্দ করা হয়। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুড়ি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

পলাতক আসামি আল-আমিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনার নিহতের স্ত্রী সুলতানা আক্তার মীম বাদী হয়ে সাভার মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ - অন্যান্য