14 September 2024, 09:15:09 PM, অনলাইন সংস্করণ

নাটোরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নাটোরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নাটোরের সিংড়া স্ত্রী নুপুর (৩০)কে হত্যা মামলার পলাতক আসামি মো. আজমল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার বগুড়া জেলার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃত আজমল সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের মওলা শেখের ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রেম করে বিয়ে করার চারদিন পরেই ৭ এপ্রিল রাতে সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের স্ত্রী নুপুর হত্যার অভিযোগ উঠে স্বামী আজমল এর বিরুদ্ধে। ওই দিন আজমলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নুপুরের বাবা। এই মামলার দায়িত্ব প্রদান করা হয় র‌্যাবকে।

মামলার দায়িত্ব পাওয়ার পরেই গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আজমল হোসেন এর অবস্থান সনাক্ত করে ১৫ এপ্রিল রাত একটার দিকে আজমল হোসেনকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ - অন্যান্য