15 September 2024, 10:24:10 AM, অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ৪০ কক্ষ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে ৪০ কক্ষ

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় মঙ্গলবার ভোর রাতে আগুনে পুড়ে গেছে ৪০টি কক্ষ। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে পল্লীবিদ্যুৎ এলাকায় জনির ঝুটের গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহূর্তে মধ্যে আগুন পাশের একটি কলোনিতে ছড়িয়ে পড়ে।

প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে জনির একটি কলোনির ১৯টি কক্ষ ও সোহেল রানার ২১টি কক্ষ আগুনে পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১ ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ - অন্যান্য