জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রকাশ :
জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামী আমিনুল ইসলাম বাবুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় এ মামলা থেকে দুইজনকে খালাশ দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম বাবু পাঁচবিবির মহীপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি আমিনুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করতো। তার স্ত্রী জরিনা বিষয়টি নিয়ে স্বামীকে বাধা দেন ও তার বাবা মাকে বলে দেন। এতে আমিনুল তাকে মারপিট করলে নিহতের পরিবার ১৯৯৬ সালের ২৪ এপ্রিল নালিশ ডাকেন। সে রাতের কোন এক সময় আসামি জরিনাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মুখে বিষ ঢেলে লাশ গোপন করার চেষ্টা করেন।
পরের দিন ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আব্দুস সোবহান বাদী হয়ে তিনজনের নামে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।