জয়পুরহাটে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ :
শীতের রাতে জবুথবু হয়ে ঘুমিয়ে আছেন ছিন্নমূলরা। কেউ চাদর, আবার কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। তবে পৌষের শীত তা মানছে না। থরথর করে কাঁপছে শরীর।
শীতের তীব্রতা বাড়ায় তাদের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন।
রবিবার রাত পোনে ১১টার দিকে পৌর শহরের খাদ্য গুদাম বস্তি, বাস টার্মিনালসহ জয়পুরহাট রেলস্টেশনের প্ল্যাটফর্ম, রাস্তা ও লাইনের পাশে শীতবস্ত্রহীন থাকা অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।