সৈয়দপুরে সেমাই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
প্রকাশ :
16px
নীলফামারী জেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত একটি সেমাই ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে সেমাই কারখানাটির সম্পূর্ণ মালামাল ও ঈদের জন্য তৈরি সেমাই পুড়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।
এলাকাবাসী জানান, একটি সেমাই তৈরির কারখানার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। সৈয়দপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সৈয়দপুর দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।