নারায়ণগঞ্জে মালবাহী ট্রাকে আগুন, হেলপার দগ্ধ
প্রকাশ :

16px
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পাকুন্দা এলাকায় মালবাহী ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে সায়মন (২৪) নামে এক হেলপার দগ্ধ হয়েছেন। পরে তাকে রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার আনুমানিক রাত পৌনে ১০টার দিকে সোনারগাঁও এশিয়া হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলপার সায়মনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।