, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ছাগল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

ছাগল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

ময়মনসিংহের ত্রিশালে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনির হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মনির হোসেন নওধার গ্রামের রইস উদ্দিন মাস্টারের ছেলে।

রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার নওধার গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য জাগো নিউজকে বলেন, উপজেলার নওধার গ্রামের রইচ উদ্দিন মাস্টারের একটি ছাগল প্রতিবেশী আনোয়ার হোসেনের উঠানের গাছের পাতা খাওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়।

mymensingh

এরই জেরে আনোয়ার হোসেনের লোকজন রইচ উদ্দিন মাস্টারের পরিবারের ওপর অতর্কিত হামলা চালিয়ে রইচ উদ্দিন মাস্টার ও তার ছেলে মনির হোসেনকে গুরুতর আহত করে। এ ঘটনায় রইচ উদ্দিন মাস্টারের পরিবারের ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে মনির হোসেন মারা যান।

এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল