14 January 2025, 03:40:05 AM, অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোন নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ময়মনসিংহে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ভাই-বোন নিহত
16px

ময়মনসিংহের তারাকান্দায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে দুই ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসারের আরও তিন যাত্রী।রবিবার (৩১ মার্চ) সকালে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে উপজেলা সদরের দক্ষিণ বাজারে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ওই স্থানে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে শেরপুরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আরোহী দুই সহোদর ভাই-বোন ১৬ বছরের মাসুরা মোকাদ্দাস আনাফ ও দুই বছর বয়সী আনাস নিহত হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয় আরও তিনজন। নিহতদের মরদেহ উদ্ধার করে আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল