ময়মনসিংহ মহাসড়কে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক
প্রকাশ :
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার তেলিপাড়া এলাকা থেকে সোমবার সকালে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে ৩টি ককটেল ও কিছু বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- জামায়াতের কাউলতিয়া শাখার সাধারণ সম্পাদক মাজদার রহমান (৩৫), শিবিরের ইউনিট সভাপতি রাশেদুল ইসলাম (২৩), জামায়াত-শিবির কর্মী মারুফ আহমেদ (১৮), রিফাত হোসেন (১৮), ইসমাইল হোসেন (১৫), ইমাম হোসাইন (১৭), জোবায়ের (১৯), জামিল উদ্দিন রিফাত (১৮) ও রহমত আলী (৩৩)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া টিএন্ডটি রোড মোড় এলাকায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে হরতালের সমর্থনে নাশকতা করার প্রস্তুতি নিচ্ছিল। এ গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৩টি ককটেল ও কিছু বাঁশের লাঠি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।