ময়মনসিংহে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল
প্রকাশ :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯ কেন্দ্রে ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে চার শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সামছুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর বোর্ডে পাশের হার হার ৭০ দশমিক ৪৪ শতাংশ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৭৭ হাজার ৪৫৭ শিক্ষার্থী। পাস করেছেন ৫৩ হাজার ৪২৬ জন। ফেল করেছেন ২৮ হাজার ৩২৫ জন। এর মধ্যে ২৮ হাজার ৫০৩ জন মেয়ে ও ২৪ হাজার ৯২৩ জন ছেলে পাশ করেছেন। জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ২৪৪ শিক্ষার্থী।