ময়মনসিংহ-১ আসনে ট্রাক প্রতীকের নির্বাচনি জনসভা
প্রকাশ :
ময়মসনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সায়েমের ট্রাক প্রতীকের নির্বাচনি জনসভা পরিণত হলো জনসমুদ্রে।
বুধবার বিকেলে হালুয়াঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, ধর্মীয় ও পেশাজীবী নেতারা বক্তব্য রাখেন।
আয়োজিত নির্বাচনি জনসভায় স্থানীয় দুই উপজেলার আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের একাংশ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুবসমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।