11 September 2024, 10:01:25 PM, অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে নগরীর সানকিপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন সানকিপাড়া এলাকায় পৌঁছালে এক নারী ও ছেলেকে নিয়ে লাইনে শুয়ে পড়ে। পরে কাটা পড়ে তারা ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল