, ১৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন জামালপুরের, দুজন ময়মনসিংহের এবং একজন নেত্রকোনার বাসিন্দা।

আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া এই ছয়জনের মধ্যে করোনায় সংক্রমিত ছিলেন তিনজন। অপর তিনজন করোনার উপসর্গ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নতুন ছয়জনকে নিয়ে চলতি আগস্টে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৩৮৪ জনের মৃত্যু হলো। এর আগে জুলাইয়ে মৃত্যু হয়েছিল ৪৮২ জনের।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুরের তোহিদা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার ফজলুল রহমান (৫০) ও জামালপুর দেওয়ানগঞ্জের মমতাজ উদ্দিন (৬৪)।

অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের পারভীন (৫০), জামালপুর সদরের রহমত আলি (৬৪) ও সাগরগঞ্জের রহমত ইসলাম (৩০)।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত এখানে মোট ১৭৬ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১৫ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন। বৃহস্পতিবার সুস্থ হয়ে ৩৯ জন হাসপাতাল ছেড়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৪২৭ নমুনা পরীক্ষা করে ৫৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল