, ১৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

প্রাইভেটকারে করে গরু চুরি, আটক পাঁচ চোর

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

প্রাইভেটকারে করে গরু চুরি, আটক পাঁচ চোর

সিলেটের কোম্পানীগঞ্জে প্রাইভেটকারে করে গরু চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে পাঁচ চোর আটক হয়েছে। আটকেরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার খাসগাঁও গ্রামের সানুর আলী, সাউদপুর গ্রামের রুয়েল আহমদ, সিলেটের ওসমানী নগর থানার পশ্চিম তিলাপাড়ার নজরুল ইসলাম ও কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি গ্রামের শামসুদ্দিন। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ ব্যক্তি একটি প্রাইভেটকারের ভেতরে দুইটি গরু নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। বেলা ২টার দিকে বর্নি এলাকায় পৌঁছে গাড়ি থেকে গরু নামানো হয়। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে প্রাইভেটকারসহ তাদের থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরীফুল আলম বলেন, আটক পাঁচ ব্যক্তি পেশাদার গরু চোর। তারা মৌলভীবাজারের পাহাড়ি এলাকা থেকে দুইটি গরু চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে এসেছিল। গরুগুলো মারা গেলে মহাসড়কের পাশের খালে ফেলতে গিয়ে ধরা পড়ে তারা।

  • সর্বশেষ - অন্যান্য