, ১৯ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

চার বছরের সাজা নিয়ে ২৮ বছর পলাতক, অবশেষে কারাগারে

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

চার বছরের সাজা নিয়ে ২৮ বছর পলাতক, অবশেষে কারাগারে

ময়মনসিংহে চার বছরের সাজার ভয়ে ২৮ বছর ধরে পলাতক ছিলেন আমীর হোসেন (৬২) নামের এক ব্যক্তি। দীর্ঘ সময় পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে গ্রেফতার করে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন।

আমীর হোসেন সদর উপজেলার কুষ্টিয়া বিদ্যাগঞ্জ মাটিয়াম তলা এলাকার মৃত হাসিম দেওয়ানের ছেলে। রোববার (১০ অক্টোবর) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি ফারুক হোসেন বলেন, ১৯৯৪ সালের একটি জিআর মামলায় আমীর হোসেনকে চার বছরের সাজার রায় দেন আদালত। এরপর থেকেই প্রায় তিন দশক ধরে তিনি পলাতক। পলাতক জীবনে আমীর হোসেন পুলিশের ভয়ে পরিবারের তেমন খোঁজখবর রাখেননি। মাঝেমধ্যে মোবাইলে খবর নিতেন।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল