, ২৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

দায়রা আদালতেও জামায়াত আমিরের জামিন মেলেনি 

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

দায়রা আদালতেও জামায়াত আমিরের জামিন মেলেনি 
ফাইল ছবি

যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পর এবার মহানগর দায়রা জজ আদালত থেকেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের জামিন মেলেনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে শফিকুর রহমানের পক্ষে তার আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। 

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। 

এর আগে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার কয়েক দফা জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম ১২ ডিসেম্বর শফিকুর রহমানকে গ্রেপ্তার করে। ১৩ ডিসেম্বর আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ২১ ডিসেম্বর দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফা রিমান্ড শেষে ২৫ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ - অন্যান্য