, ১৮ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় জেএমবির ৫ সদস্য গ্রেফতার

মুক্তাগাছায় জেএমবির ৫ সদস্য গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নালীখালি গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সদস্যরা। সোমবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের মুক্তাগাছা থানায় সোপর্দ করা হয়।


র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম জানান, মুক্তাগাছা উপজেলার নালীখালি গ্রামের আনামের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে জেএমবির সদস্যরা গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়।


এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মনোয়ার হোসেন (২৪), সানোয়ার হোসেন (২৪), শফিকুল ইসলাম (৪৩), মোস্তফা (৩০) ও আব্দুস সামাদকে (৪০) গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেটসহ বিভিন্ন উগ্রবাদী ভিডিওসহ ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল