, ১৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

৫ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিলেন মেয়র টিটু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

৫ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা দিলেন মেয়র টিটু

করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে ৫ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তার কার্যক্রম উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

রোববার (৯ মে) দুপুর ১২টার দিকে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এছাড়া প্রতি ওয়ার্ডের কাউন্সিলবৃন্দ বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্যানেল মেয়র ১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ২ মাহবুবুর রহমান দুলাল, প্যানেল মেয়র ৩ শামিমা আক্তার, সিটি করপোরেশনের ত্রাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদ, সচিব রাজীব কুমার সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ সময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার ৫ হাজার মানুষকে প্রধানমন্ত্রী খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী প্রত্যেক মানুষকে খাদ্য উপহার দিচ্ছেন। যেন আপনারা ঘরে থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। তাই ঘরে থাকুন। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল