, ২৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

মায়ের শাড়ির আঁচলে ঝুলছিল ছেলের মরদেহ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মায়ের শাড়ির আঁচলে ঝুলছিল ছেলের মরদেহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ বসতঘর থেকে শিপন মিয়া (১৬) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত শিপন মিয়া উপজেলাটির সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের মৃত তালতু মিয়ার ছেলে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলাটির সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, বুদ্ধি প্রতিবন্ধী শিপন মিয়া বেলা সাড়ে ৩টার দিকে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। কিন্তু দরজা বন্ধ করার বিষয়টি পরিবারের কারোর নজরে আসেনি।

দীর্ঘ সময় ধরে ঘর থেকে বের না হওয়ায় তার মায়ের সন্দেহ হয়। পরে অনেক ডাকাডাকি করলেও শিপনের কোনো সাড়া না পেয়ে তার মা কান্নাকাটি করতে থাকে।

এমতাবস্থায় পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখতে পান, শিপন তার মায়ের শাড়ির আঁচল ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল