, ২০ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

নেত্রকোণায় পিঠা উৎসব

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

নেত্রকোণায় পিঠা উৎসব

নেত্রকোণায় আবহমান গ্রাম বাংলার চিরায়ত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে কুরপাড়স্থ সংসদ কার্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব হয়। উৎসবে ১৭টি বিভিন্ন ধরনের বাহারি পিঠার স্টল বসে। 

এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু আককাস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ সুমন ও পুলিশ সুপার ফয়েজ আহমেদ শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রওশনা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ননী গোপাল সরকার। 

পরে আমন্ত্রিত অতিথিরা, উৎসবে আগত দর্শনার্থীরা মেলার স্টল পরিদর্শন করেন ও মুখরোচক বিভিন্ন পিঠার স্বাদ উপভোগ করেন।

পরে উৎসবে অংশ গ্রহণকারী বিভিন্ন স্টল বিচার করে পুরস্কার প্রদান করা হয়। 

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল