, ২৪ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় এক নারীকে (৩৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ওই নারী বাদী হয়ে চারজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

ওই নারী থানায় মামলার পর অভিযুক্ত শহীদ মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ওই নারী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার তিনি টঙ্গী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। গণপরিবহন বন্ধ থাকায় কিছু সময় হেঁটে ও অনেক সময় অটো-সিএনজি করে ময়মনসিংহ হয়ে ঈশ্বরগঞ্জ পর্যন্ত আসেন। এভাবে ঈশ্বরগঞ্জ সদরে আসতেই সন্ধ্যা হয়ে যায়।

সেখান থেকে অন্য এক কিশোরের সঙ্গে তিনি একটি ভ্যানে ওঠেন নান্দাইল চৌরাস্থা যাওয়ার উদ্দেশ্যে। লক্ষ্মীগঞ্জ বাজারে এসে ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। তারপর হেঁটে ওই কিশোরকে নিয়ে রওনা হন। কিছুদূর আসার পর চারজন তাদের পথ আটকে ওই কিশোরকে মারধর করে ওই নারীকে পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ওই নারীর চিৎকারে এলাকাবাসী এসে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, শনিবার (১৮ এপ্রিল) ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল